বিশ্বকাপ ব্যর্থতা ভুলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সিলেটে লড়ছে বাংলাদেশ। তবে ইনজুরির কারণে সিরিজটি খেলতে না পারা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এখন নির্বাচনী ময়দানে ব্যস্ত সময় পার করছেন। আর তার সঙ্গে যুক্ত হতে দেখা যাচ্ছে জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থকেও।
বিশেষ করে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে ক্রিকেটার রনি তালুকদারকে। এ ছাড়া সরাসরি যুক্ত হতে দেখা গেছে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন অপুকেও।
ক্রীড়াবিদদের খেলার মাঠ থেকে রাজনীতির অঙ্গনে পদার্পণ নতুন কিছু নয়। অধিকাংশ ক্ষেত্রেই অবসর নেওয়ার পর অনেকে পুরোদস্তুর রাজনীতিবিদ হন। তবে সাম্প্রতিক সময়ে এর ব্যতিক্রমও হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা জাতীয় দলে খেলা অবস্থাতেই সংসদ সদস্য হয়েছিলেন। মাশরাফির পর বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানও সেই পথেই হাঁটছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা- ১ আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব। এর পরপরই ফেসবুকে পোস্টের মাধ্যমে সাকিবকে শুভকামনা জানাতে দেখা গেছে অনেককে। এ তালিকায় আছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মাশরাফি বিন মুর্তজাকে। আজ নিজ জন্মভূমি মাগুরায় পা রাখছেন সাকিব। সঙ্গী হিসেবে তার সফরে রয়েছেন অপু, রনি, মোসাদ্দেকরাও।
এর আগে সাকিব মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন রনি তালুকদার। জাতীয় দলের সতীর্থকে এই সুযোগ দেওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এই ক্রিকেটার। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন রনি।
তিনি লিখেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বাংলাদের প্রাণ সাকিব আল হাসান ভাইকে সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনীত করায় এই দেশের উন্নয়নের রুপকার জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রানপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি রইলো অসংখ্য ধন্যবাদ এবং ভালবাসা।’