টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। ব্রিসবেনের গ্যাবায় চরম নাটকীয়তার ম্যাচে শেষ দৃশ্যে বিজয়ের হাসি হেসেছে সাকিব আল হাসানের দল। আর এই হাসি উপহার দিয়েছেন অধিনায়ক সাকিব নিজে।
ইনিংসে থিতু হয়ে থাকা বিপজ্জনক ব্যাটার শন উইলিয়ামসকে দারুণ এক থ্রোতে রান আউট করেন সাকিব। এই আউটের পরেই টান টান উত্তেজনার ম্যাচটি হেলে পড়ে টাইগারদের দিকে।
ম্যাচ শেষে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনের কন্ঠেও শোনা গেল সাকিবের করা রান আউটটা নিয়ে হতাশা। সংবাদ সম্মেলনে এসে আরভিন বলেন, ‘ শেষ দিকে সাকিবের দারুণ ফিল্ডিং খেলাটা ঘুরিয়ে দিয়েছে। ম্যাচটা জেতার ভালো সুযোগ ছিল আমাদের। তবে বাংলাদেশ খুবই ভালো ফিল্ডিং করেছে। বোলিংটাও ভালো ছিল।’
আরভিন যোগ করেন, ‘প্রথমে ৪ উইকেট হারিয়ে ফেলার পর ঘুরে দাঁড়ানোটা সহজ ছিল না। সেখান থেকে উইলিয়ামস খুব ভালো ব্যাটিং করেছে। রায়ানের সঙ্গে ওর জুটিটা আমাদের জয়ের আশাও জাগিয়ে তুলেছিল। কিন্তু শেষ দিকে সাকিবের দারুণ ফিল্ডিং খেলাটা ঘুরিয়ে দিল।’
বিশ্বকাপে ৩ ম্যাচে বাংলাদেশ আজ ২য় জয় পেয়েছে। বাকি আছে দুই ম্যাচ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ওই দুই ম্যাচের যেকোনো একটি জিততে পারলে সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হতে পারে টাইগারদের।