শেষ ওভারে প্রথম বলেই দারুণ এক শটে চার হাঁকালেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল ৭ রান। । কলকাতার জন্যও কাজটা সহজ হয়ে গেল।
আরও একবার পুড়ল আক্ষেপে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । কলকাতার কাছে ৪ উইকেটে হেরে বিদায় নিয়ে শেষ হলো কোহলির আইপিএল অধিনায়কত্বের অধ্যায়। কলকাতা চলে গেছে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেখানে অপেক্ষায় দিল্লি ক্যাপিটালস।
দেবদূত পাড্ডিকেল ও কোহলি বেঙ্গালুরুকে ভালো শুরু এনে দেন । ৪৯ রানের উদ্বোধনী জুটির পর সাজঘরে ফেরত যান পাড্ডিকেল। এরপরই চেপে ধরেন কলকাতার স্পিনাররা। সাকিব, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের ঘূর্ণি সামলাতে পারেননি কোহলিরা।
চার উইকেট নারিন একাই নেন । ৪ ওভারে ২১ রান দেন তিনি। এদিকে, উইকেট না পেলেও সাকিব ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৪ রান। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৩৮ রানে থামে কলকাতার ইনিংস। দলটির পক্ষে ৩৩ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন কোহলি। জবাব দিতে নেমে ভালো শুরু পায় কলকাতাও। ৪১ রানের উদ্বোধনী জুটি গড়েন ভেঙ্কাটেশ আয়ার ও শুভমন গিল। ১৮ বলে ২৯ রান করে গিল ও ৩০ বলে ২৬ রান করে আউট হন আয়ার। মাঝে ১৫ বলে ২৬ রান করেন নারিন।