সাঁতারের দ্বিতীয় দিনে রেকর্ড গড়লেন নৌবাহিনীর তিন সাঁতারু- মাহফিজুর রহমান সাগর, আসিফ রেজা ও সোনিয়া খাতুন। এ নিয়ে দুই দিনে সাঁতারে ছয়টি রেকর্ড হলো। মাহফিজুর রহমান সাগর ২০০ মিটার ফ্রিস্টাইলে, আসিফ রেজা ৫০ মিটার ফ্রিস্টাইলে ও সোনিয়া খাতুন ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে রেকর্ড গড়েন।
রেকর্ড গড়ার পর মাহফিজুর রহমান সাগর বলেন, ‘রেকর্ড গড়তে পারলে অবশ্যই ভালো লাগে, আমারও লাগছে। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, সোনা জয়। সবসময় চেষ্টা থাকে নিজের সেরাটা দিয়ে নিজ সংস্থা নৌবাহিনীকে আরও উপরে নিয়ে যাওয়া। এ আসরেও আমি সে চেষ্টা করছি।’
আসিফ রেজা বলেন, ‘২০১৩ সালের বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলাম। প্রায় ৮ বছর পর বাংলাদেশ গেমস, আমার লক্ষ্য ছিল সোনা জয়ের। লক্ষ্য অর্জনের পথে রেকর্ড গড়তে পারায় খুবই ভালো লাগছে।’ সোনিয়া খাতুন, ‘পুলে নিজের সেরাটা দেওয়ার দিকেই আমার মনোযোগ থাকে। ৫০ মিটার বাটারফ্লাইয়েও আমি সেরাটা দিতে চেয়েছি। সোনা জিতে ভালো লাগছে, রেকর্ড হওয়ায় আমি খুব খুশি।’
সোনা জয়ের পথে ২০১৬ সালে গড়া নিজের পুরোনো রেকর্ড ভেঙেছেন পাবনা থেকে উঠে আসা মাহফিজুর রহমান সাগর। রোববার সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে তার টাইমিং ছিল ১ মিনিট ৫৮.২৫ সেকেন্ড। ২০১৬ সালে তার রেকর্ড টাইমিং ছিল ১ মিনিট ৫৮.৪৪ সেকেন্ড।
৫০ মিটার ফ্রিস্টাইলে আসিফ রেজা সময় নিয়েছেন ২৩.৩২ সেকেন্ড। এ ইভেন্টে আগের রেকর্ড ছিল ২০১৯ সালে কুষ্টিয়ার এ সাঁতারুরই গড়া, ২৩.৮৫ সেকেন্ডের। ২৩.৯২ সেকেন্ড এ ইভেন্টে রুপা জিতেছেন মাহফিজুর রহমান। ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জয়ের পথে রেকর্ড গড়তে সোনিয়া খাতুন সময় নেন ৩০.৬৩ সেকেন্ড। ২০১৬ সালে আগের রেকর্ড ছিল নাজমা খাতুনের, ৩১.১৭ সেকেন্ডের। নৌবাহিনীর সোনিয়া আক্তার ৩১.২০ সেকেন্ড সময় নিয়ে এ ইভেন্টে রুপা জিতেছেন।
নারীদের ২০০ মিটার ফ্রিস্টাইলে জুনাইনা আহমেদ ২ মিনিট ২৩.৬০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। রুপা জয়ী তার নৌবাহিনী সতীর্থ সোনিয়া আক্তার টুম্পার টাইমিং ছিল ২ মিনিট ২৪.০১ সেকেন্ড। ২ মিনিট ৩৪.৪৭ সেকেন্ডে ইভেন্ট শেষ করা সেনাবাহিনীর শারমিন সুলতানা ব্রোঞ্জ জিতেছেন।
ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদের ১ মিনিট ১.৩৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। ১ মিনিট ৩.১৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন নৌবাহিনীর মামুনুর রশীদ। ব্রোঞ্জ জয়ী নৌবাহিনীর নূরে আলমের টাইমিং ১ মিনিট ৩.২৮। ২০০ মিটারের পর ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও সোনা জিতেছেন উদীয়মান যুথি আক্তার। নৌবাহিনীর এ সাঁতারু ১ মিনিট ১৪.২০ সেকেন্ড সময় নিয়েছেন।
আসিফ রেজার মতো রেকর্ড গড়তে না পারলেও নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন তার স্ত্রী সোনিয়া আক্তার। ২৯.৬৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন তিনি। নৌবাহিনীর আরেক সাঁতারু জুনাইনা আহমেদ ৩০.৩৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন।
৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জিতেছেন নৌবাহিনীর মাহমুদুন্নবী নাহিদ। এ জন্য তার সময় লেগেছে ২৬.০২ সেকেন্ড। ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টে নারী ও পুরুষ দুই বিভাগে সোনা জিতেছে নৌবাহিনী। নারী ইভেন্টে লিমা আক্তার, সোনিয়া খাতুন, সুরাইয়া আক্তার ও সোনিয়া আক্তার টুম্পা সোনা জয়ের পথে সময় নেন ১০ মিনিট ১০.৪৩ সেকেন্ড।
শারমিন সুলতানা, সবুরা খাতুন, চামেলি আক্তার ও নাঈমা আক্তারকে নিয়ে গড়া সেনাবাহিনী ১০ মিনিট ৩৪.১৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে। ১০ মিনিট ৪৮.৭১ সেকেন্ডে ইভেন্ট শেষ করে ব্রোঞ্জ পায় বিকেএসপি।
ছেলেদের ইভেন্ট মাহফিজুর রহমান সাগর, কাজল মিয়া, আসিফ রেজা ও পলাশ চৌধুরীকে নিয়ে গড়া নৌবাহিনী দল সময় নেয় ৮ মিনিট ১৬.৬০ সেকেন্ড। রুপা জয়ের পথে সিফাত উল্লাহ, জুয়েল আহমেদ, শাহিন আলম ও ফয়সাল আহমেদকে নিয়ে গড়া সেনাবাহিনী দল ৮ মিনিট ৪৩.৭২ সেকেন্ড সময় নেয়। ৯ মিনিট ৪৩.৯৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছে ভাটি বাংলা সুইমিং ক্লাব।