ইরানি চলচ্চিত্র বিশ্বজুড়ে প্রশংসিত। হলিউড, হংকং, ফ্রেঞ্চ ও ইতালিয়ান সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয়। মন খারাপ করা খবর হলো, দেশটির বিখ্যাত পরিচালক দারিউস মেহেরজুই ও তার স্ত্রীকে তাদের নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ইরানের একাধিক গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলির একটি সূত্র দেশটির বার্তা সংস্থাকে জানিয়েছে, দারিউস মেহেরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ওই সূত্র আরও জানায়, পরিচালকের মেয়ে মোনা মেহেরজুই শনিবার রাতে রাজধানী তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) উপকণ্ঠে তাদের বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে গেলে সেখানে তাদের মৃতদেহ দেখতে পান।
তবে বসে নেই দেশটির প্রশাসন। এরইমধ্যে প্রখ্যাত এই নির্মাতা ও তার স্ত্রী হত্যার রহস্য উদঘাটনে নেমেছে। কিন্তু এখনও হত্যার কারণ খুঁজে পায়নি তারা। সম্প্রতি এ নির্মাতা সামাজিক মাধ্যমে প্রাণনাশের হুমকির বিষয়টি জানিয়েছিলেন। বিষয়টি মাথায় রেখেই তদন্ত করছে ইরানি প্রশাসন।