সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিল না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বারবার নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যাওয়ার পরও শিক্ষকদের দাবি নিয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এ কারণে আগামী ২৫-২৭ জুন সারাদেশে একযোগে সব বিশ্ববিদ্যালয়ে অর্ধবেলা কর্মবিরতি পালন করা হবে। তবে এতে আওতামুক্ত থাকবে পরীক্ষাগুলো।
৩০ জুন সারা দিনব্যাপী কর্মবিরতি পালন করা হবে, তবে আওতামুক্ত থাকবে পরীক্ষাগুলো। এরই মাঝে দাবি আদায় না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এ সময় পরীক্ষা থাকলেও তা গ্রহণ করবেন না তারা। ক্লাস চলবে না। কোনো ধরনের একাডেমিক কার্যক্রমও চালানো হবে না। বন্ধ থাকবে লাইব্রেবিগুলোও।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে সর্বজনীন পেনশন স্কিমের ঘোষণা করা হয়। কিন্তু এই পেনশন স্কিম বৈষম্যমূলক ঠেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য। তাই এই পেনশন স্কিম বাতিল এবং সুপার গ্রেড প্রবর্তনের জন্য সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই আন্দোলন চলছে।