ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। এছাড়াও ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এখন থেকে যারা ডায়াবেটিসের রোগী তাদের আমরা বিনামূল্যে ইনসুলিন আমরা দিয়ে দেব, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে আমাদের দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়।
বারবার নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ করে দেওয়ায় হাওরে দুর্দিন কেটে গেছে বলে জানান প্রধানমন্ত্রী। পিছিয়ে পড়া হাওরে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, এখন থেকে হাওরের সব সেতু উড়াল হবে। হাওরের সড়কগুলোতে যেন সারা বছর যাতায়াত করা যায় সেই ব্যবস্থা সরকার করছে। এছাড়া হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণ, নদী ট্রেজিংসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা তার সরকার নেবে।
শেখ হাসিনা জানান, এক সময় কিশোরগঞ্জ ছিল অবহেলিত অঞ্চল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কিশোরগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, যার কারণে এখন আর কিশোরগঞ্জ অবহেলিত নয়, উন্নত একটি জেলা।
আওয়ামী লীগ সভাপতি কিশোরগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা গত তিনটি নির্বাচনে এই জেলার প্রতিটি সিট নৌকা মার্কাকে উপহার দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আজ কিশোরগঞ্জের এত উন্নয়ন হচ্ছে। আমি সবসময় আপনাদের পাশে আছি।
প্রায় ২৫ বছর পর কিশোরগঞ্জের মিঠামইনে সফরে আসেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান সরকারপ্রধান। সেখানে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন তিনি। পরে দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন শেখ হাসিনা। সেখানে তাকে হাওরের নানা পদের মাছ দিয়ে আপ্যায়ন করেন রাষ্ট্রপতি।