গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার স্বাক্ষরিত একটি পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। যদিও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে।
পরিপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মকর্তারা কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণ করতে পারবেন না। পাশাপাশি, উপদেষ্টা বা সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবরা জরুরি প্রয়োজন ছাড়া সহযাত্রী হিসেবে বিদেশ সফরে যেতে পারবেন না।
সরকারি সফরে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে সঙ্গে নেওয়ার সুযোগ না থাকলেও এর আগে এ ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। তাই প্রধান উপদেষ্টার কার্যালয়ের জারি করা পূর্ববর্তী পরিপত্র অনুসরণ করে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।