দক্ষিণ আফ্রিকায় ছেলেদের মতো মেয়েরাও সমান ম্যাচ ফি পেতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ৬টি দল নিয়ে নতুন একটি কাঠামোও গঠন করতে যাচ্ছে সিএসএ। সেই ধারায় এবার মেয়ে ক্রিকেটারদেরকে ছেলেদের সমান ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকার ক্রিকেট। এমনকি আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে কার্যকর হবে এই সিদ্ধান্ত।
ম্যাচ ফির সমতার পাশাপাশি মেয়েদের ঘরোয়া ক্রিকেটেও বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। সিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেতসি মোসেকি বলেন, ‘মেয়েদের ক্রিকেটে পেশাদার লিগ চালু করতে পেরে আমরা রোমাঞ্চিত। এটা আমাদের জাতীয় নারী ক্রিকেট দলের অসাধারণ অর্জনকে উদযাপন এবং আরো উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে দেওয়ার উদ্যোগ।’
গত ফেব্রুয়ারিতে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বেশ সফলতার সাথে আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। যা ক্রিকেট বিশ্বে সকলের নজরেই এসেছিল তাদের সাফল্য। এবার যেন সেই সাফল্যের পুরস্কারই পেতে যাচ্ছেন দেশটির নারী ক্রিকেটাররা।
এছাড়া ঘরোয়া ক্রিকেটের জন্য ১৬ দলের টুর্নামেন্টে ছয় দল খেলবে প্রথম স্তরে, বাকি দশ দল থাকবে দ্বিতীয় স্তরে। ৬ দল ১১ জন ক্রিকেটারকে চুক্তির আওতায় আনতে পারবে। নিয়োগ দিতে পারবে একজন প্রধান কোচ, কোচিং স্টাফে আরও চারজনকে নিতে পারবে দলগুলো, যেখানে দুইজন থাকবেন মহিলা।
অন্যদিকে আইসিসি ইভেন্টে নারী-পুরুষ উভয় ক্রিকেটাররা সমান প্রাইজমানি পাবেন। গত জুলাইয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থা তা ঘোষণা করেছে। ২০৩০-এর মধ্যে তা কার্যকর হবে।