দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬-০ গোলে হেরেছিল ব্রাজিল। গ্রুপ পর্বে সেই হারের পর সেলেসাও জুনিয়ররা অবশ্য ঘুরে দাঁড়িয়েছে, এখন আছে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। চূড়ান্ত পর্বে আজ আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল, তবে এ ম্যাচে আর সেলেসাওদের হারাতে পারেনি আলবিসেলেস্তে জুনিয়ররা। দুই দলের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
গ্রুপ পর্বের ম্যাচে ৬-০ গোলে হারায় ব্রাজিলের জন্য এই ম্যাচটা ছিল প্রতিশোধের। তবে এ ম্যাচে আলবিসেলেস্তেদের হারাতে পারেনি ব্রাজিল। তবে জিততে না পারলেও ড্র করায় এগিয়ে থেকেই শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল।
প্রতিযোগিতার শেষ ম্যাচে আগামী রোববার ব্রাজিল মাঠে নামবে চিলির বিপক্ষে। নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। এদিকে চূড়ান্ত পর্বে ৪ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ১০, অন্যদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট আর্জেন্টিনারও। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে সেলেসাওরা।
তাই নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই জয়ের দেখা পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে ব্রাজিলই।
ব্রাজিলের বিপক্ষে আজকের ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে বেগ পোহাতে হয়েছে সেলেসাওদের, প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোলে প্রথম লিডের দেখা পায় আর্জেন্টিনা। এদিকে প্রথমার্ধে গোলের দেখা না পাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধেও খুব একটা সুবিধা করে ওঠতে পারেনি। তবে ম্যাচের ৭৮ মিনিটে রায়ানের গোলে সমতা টানে ব্রাজিল। এরপর আর কোনো দলই গোল না পাওয়ায় সমতায় শেষ হয় ম্যাচটি।