সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন এলাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় স্ব-উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
বুধবার (২২ নভেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এতে সই করেছে অধিদপ্তরের সহকারী পরিচালক নিজাম উদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাস ও জঙ্গিবাদ কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন এলাকাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান/স্থাপনায় স্ব-উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট ভবন ও জানমালের নিরাপত্তার স্বার্থে স্থাপিত সিসিটিভির ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা/পুলিশ পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায়, বর্ণিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
গত ১৮ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ/নির্মূল বিষয়ক সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।