আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মঙ্গলবার (১৯ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। যেখানে দলটির তারকা ব্যাটার শেফালি বার্মাকে বাদ দেওয়া হয়েছে।
তবে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন পেসার রেনুকা সিং। নারী আইপিএল খেলার সময় তিনি কুঁচকিতে চোট পেয়েছিলেন। চোট গুরুতর না হলেও আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। এখন ম্যাচ খেলার জন্য প্রস্তুত তিনি।
এর বাইরে বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি ভারতীয় নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিতদেরই রাখা হয়েছে।
বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্বাগতিকরা মাঠে নামবে। যেখানে হরমনপ্রীত কৌরের দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সে ম্যাচ অবশ্য অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড : হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রেনুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ক্রান্তি গৌড়, আমনজ্যোৎ কৌর, রাধা যাদব, শ্রী চারানি, স্নেহ রানা ও ইয়াস্তিকা ভাটিয়া।