এদিকে তিন ফরম্যাটেই পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম নাজমুল হোসেন শান্তর অধীনে মাঠে নামছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগারদের এই অধিনায়ক, জানিয়েছেন নিজের পরিকল্পনার কথাও।
সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে উন্নতি করার কথাও জানিয়েছেন তিনি। দেশের মাটিতে খেলা সাদা পোশাকের ম্যাচগুলো জয়ের আশাবাদ ব্যক্ত করেন লাল-সবুজ দলের অধিনায়ক। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে যে উন্নতি হয়েছে দলের, সেই ধারাবাহিকতা যেন বজায় থাকে সে লক্ষ্যের কথাও জানিয়েছেন।
শান্ত বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আমরা যদি আরও কিছু জায়গায় উন্নতি করতে পারি তাহলে যেকোনো দলের বিপক্ষে যেকোনো কন্ডিশনে ভালো করতে পারব।’
এদিকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল শ্রীলঙ্কার হয়ে সংবাদ সম্মেলনে এসে দলটির কোচ ক্রিস সিলভারউড প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ একটি সিরিজের প্রত্যাশাই করেছেন। তিনি বলেন, ‘খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দুটি দলই ভালো। অতীতে যা হয়েছে, আমার কাছে তা ইতিহাস। সেটা পেছনেই চলে গেছে। সামনে বিশ্বকাপ আছে, তাই নিজেদের প্রস্তুত হতে হবে।’
সফরকারীদের বিপক্ষে ঘরের মাঠেও রেকর্ড ভালো নয় টাইগারদের। দেশের মাটিতে ৫বারের দেখায় জয় মাত্র ১টিতে, সেটিও ২০১৬ সালে। তবে নতুন অধিনায়ক শান্তর এই ধারা বদলের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে টাইগাররা।