আজ মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টার দিকে তাদেরকে পুলিশ অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করলে তারা তাদের কর্মসূচিতে অনঢ় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এসে আশ্বস্ত না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। এসময় পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডা হয়।
এদিকে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদের নেতা ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ৩৩৪ জনের একটি তালিকা সরকারকে দিয়েছি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নানা গ্রুপে বিভক্ত হয়ে অস্থিরতা তৈরি করে চলেছে।
এর আগে সোমবার রাত ১১টায় রাজধানীর শাহবাগের স্থায়ী জুলাই মঞ্চ থেকে ‘সচিবালয়-এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাত’ শীর্ষক ফ্যাসিবাদ উৎখাত যাত্রা সচিবালয় অভিমুখে শুরু হয়। এসময় তারা সচিবালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে বলে জানান।
জুলাই মঞ্চের আহবায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেন, ফ্যাসিবাদী আমলারা বাংলাদেশকে অচল করার নীলনকশায় মেতে উঠেছে। নতুন করে ফ্যাসিবাদকে নিয়ে আসার জন্য তারা নীলনকশা করেছে। জুলাইয়ের একজন যোদ্ধা জীবিত থাকতে তাদের এই নীলনকশা বাস্তবায়ন করতে দেব না।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে যারা জেল-জুলুম সহ্য করেছে, দরকার হলে তাদের বিশেষ আইন করে নিয়োগের ব্যবস্থা করতে হবে। ফ্যাসিবাদী আমলাদের উৎখাত করে দেশপ্রেমিকদের নিয়োগ দিয়ে পুরো আমলাতন্ত্রকে নতুন করে সাজাতে হবে।