আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী এবং সংবিধানে যে সময় লেখা আছে, সেই সময় অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ইনশা আল্লাহ কোনো ব্যত্যয় হবে না।
তিনি বলেন, সংবিধানে যেটা নেই, সেটা হবে না। সংবিধানে কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো প্রভিশন নেই। কেয়ারটেকার গভর্নমেন্ট অবৈধ। সর্বোচ্চ আদালত বলেছেন। সেজন্য কেয়ারটেকার গভর্নমেন্টের প্রশ্নই আসে না।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় কসবা প্রেস ক্লাবের সম্মেলনে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। সম্মেলনের উদ্ধোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটা হাইকোর্ট তার এখতিয়ারে নিয়েছি। আমি এই বিষয়ে মন্তব্য করবো না। তবে ঘটনা এমন হয়ে থাকলে আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আমি ঘটনার ভিডিও চিত্র দেখেছি। সেটি যদি সত্য হয় তাহলে আমি মর্মাহত। আমি আইনজীবী পরিবারের সদস্য। ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী পরিবারের সব সদস্য এমন ঘটনা করতে পারেন আমি বিশ্বাস করি না। করে থাকলে ২-৩ জন আইনজীবী করতে পারেন।’
কসবা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন, পৌরসভার মেয়র এমজে হাক্কানী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু।