বরগুনার পাথরঘাটায় পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক অমিত হাসান শুভসহ তার সহযোগীরা বিএনপির এক নেতার সংবাদ সম্মেলন চলাকালে উপজেলা প্রেস ক্লাবে ছাত্রদল নেতার হামলার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১০ মে) সকালে এ হামলা চালায়। এ সময় সাংবাদিকসহ পাঁচজনকে লাঞ্ছিত করা হয়।
এ ব্যাপারে সংবাদ সম্মেলনে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আল হাদিদ বলেন, সকালে উপজেলা প্রেস ক্লাবে কেন্দ্রীয় ওলামাদলের সদস্য মাওলানা শামিম আহমেদের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চলছিল। এ সময় প্রেস ক্লাবের মধ্যে ঢুকে হঠাৎ আক্রমণ করে অমিত হাসান শুভসহ তার সহযোগীরা।
হামলাকারীরা আমাকে ও আলমগীরের জামা ধরে টেনেহিঁচড়ে বাইরে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রেস ক্লাবে থাকা কিছু সাংবাদিক এতে বাধা দেন। এ রকম অপ্রীতিকর ঘটনার ভিডিও করতে থাকলে এক সাংবাদিকের ওপর আক্রমণ করতে তেড়ে আসে অমিত হাসান শুভ। এ সময় শুভসহ বখাটেরা ভিডিও ডিলিট করার জন্য সাংবাদিকদের হুমকি দেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। আর মতপ্রকাশ করার মাধ্যম হচ্ছে সাংবাদিক ও সাংবাদিকদের সংগঠন। প্রেস ক্লাবে যদি হামলা হয়ে থাকে তা দুঃখজনক। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুসালেহ জসিম ও সাধারণ সম্পাদক সাকিব কাজী জানান, সংবাদ সম্মেলন শুরুর আগেই অমিত হাসান শুভসহ কয়েকজন সামনে দাঁড়িয়ে ছিল। তাকে চলে যেতেও বলা হয়েছে, কিন্তু সে না গিয়ে সংবাদ সম্মেলন আসা আলমগীর হোসেনকে ধরে টানাহেঁচড়া শুরু করেন। সাংবাদিকদের ওপরেও চড়াও হন। এটা মোটেই কাম্য নয় বলও মন্তব্য করেন তারা।
তবে অভিযুক্ত অমিত হাসান শুভর মোবাইল ফোনে একাধিকবার কলা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তাই তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিষয়টি তাৎক্ষণিক সাংবাদিকরা জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি বলেও জানান তিনি।