বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রতি রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই ছাত্রলীগ নেতা। অথচ বিএনপির নেতাকর্মীদের আসামি করেছে পুলিশ। যারা খুন করেছে তারা গ্রেপ্তার হয়নি, যারা কিছুই জানে না আদালত তাদের রিমান্ড দিচ্ছে। এ থেকে বোঝা যায় দেশে শাসন ব্যবস্থা কেমন চলছে।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের অপরাধ ক্ষমা করবার নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তারা বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সংবাদমাধ্যমকে ধ্বংস করেছে। এবার তারা সংবাদকর্মীদের নিয়ে আইন করতে যাচ্ছে।
এক যুগের কর্তৃত্ববাদী একনায়কতন্ত্র দ্বারা সরকার দেশের মানুষকে অতিষ্ট করে তুলেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, মানুষ এখনও মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। আওয়ামী লীগ বর্গীদের মতো দেশ থেকে সবকিছু লুট করতে এসেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমজান সাধারণ মানুষের জন্য কষ্টের মাস হয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। দলের নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, শুধু বিএনপি নয়, এদেশের মানুষ কঠিন সময় পার করছে। পুনর্গঠন করতে গিয়ে দলকে বিভক্ত করা যাবে না। যোগ্যদের নেতৃত্বে আনতে হবে। এ সময় জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।