বয়স নিয়ে লুকোচুরি অভিনেত্রীদের পুরোনো অভ্যাস। কয়েকদিন আগে ঋতুপর্ণা সেনগুপ্তকে বয়স নিয়ে প্রশ্ন করায় কী কাণ্ডই না করলেন। রেগে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন। অধিকাংশ লাস্যময়ীরাই বয়স গোপন রাখতে চেষ্টা করে যান।
তবে এর ব্যতিক্রম টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বয়স নিয়ে কোনো রাখঢাক করেন না। এবার সামাজিক মাধ্যমেই জানিয়ে দিলেন নিজের বয়স।
আজ বৃহস্পতিবার নেটমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন শ্রীলেখা, সেখানে নিজের বয়স জানিয়ে লিখেছেন, ‘শুনলাম, নায়িকাদের নাকি বয়স বাড়ে না। কেন, তারা কি অন্য গ্রহের প্রাণী? আমি তো ৫০ পূর্ণ করে ৫১ বছরে পা–হাত, মাথা, শরীর মন দিলাম, যদিও মনের বয়স ১৫। এই বয়সকে উপভোগ করে যেতে হবে।’
গতকাল ৩০ আগস্ট জন্মদিন ছিল শ্রীলেখার। গত জন্মদিনে তার বেহালার বাড়িতে করা হয়েছিল জমকালো আয়োজন। বিভিন্ন খাবার-দাবারের পাশাপাশি ছিল মদ পানের ব্যবস্থা। বন্ধুদের সঙ্গে হৈ হুল্লোড় ও মদ পান কর জন্মদিন উদযাপন করেছিলেন।
তবে এবারের চিত্র আলাদা। জন্মদিনে ছিল না কোনো আয়োজন। ওয়াইন হাতে হৈ হুল্লোড়েও মেতে ওঠেননি অভিনেত্রী। কেননা অসুস্থতার ধকল সইতে না পেরে শয্যাশয়ী ছিলেন তিনি।