সিরিজ শুরু হবে সাদা পোশাকের লড়াই দিয়ে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ার বিশেষ গুরুত্ব দেবে দুদলই। ১৭ জুন গলে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৫ জুন, কলম্বোতে।
টেস্ট সিরিজ শেষে রঙিন পোশাকে একে অপরের মুখোমুখি হবে দল দুটি। ২ ও ৫ জুলাই কলম্বোতে হবে প্রথম দুই ওয়ানডে। ক্যান্ডিতে শেষ ওয়ানডে ৮ জুলাই।
সিরিজের শেষভাগে বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলবে তিনটি টি-টোয়েন্টি। ক্ষুদ্র সংস্করণের প্রথম ম্যাচ ক্যান্ডিতে ১০ জুলাই। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১৬ জুলাই কলম্বোতে তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ হবে বাংলাদেশের।
সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা। বিশেষত, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর দল দুটি মুখোমুখি হলে মাঠ ও মাঠের বাইরে বাড়তি উন্মাদনা কাজ করে।