শ্রম আইনে অনেক পরিবর্তন আসছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মানবাধিকার এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আর এজন্য মালিক ও শ্রমিক সবার সহযোগিতা দরকার।
মহান মে দিবস উপলক্ষে বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শ্রম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শ্রমিকদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। কর্মসংস্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সেখান থেকে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তবে শ্রমিক অসন্তোষ সামাল দিতে ব্যস্ত থাকতে হচ্ছে সরকারকে।
শ্রম আইনে অনেক পরিবর্তন আসছে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, তার মেয়াদকালেই শ্রম আইন করে যেতে চান তিনি।
এক প্রশ্নের জবাবে শ্রম উপদেষ্টা বলেন, দেশে শিশুশ্রম নিষিদ্ধ হলেও আর্থ সামাজিক বাস্তবতায় শিশুশ্রম বন্ধ করা যায়নি।
এদিকে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে নানা ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান উপদেষ্টা। এবারের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে: মালিক শ্রমিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে।