শ্রমিকদের নূন্যতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষাসহ শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার, এমনিটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
তিনি জানিয়েছেন, সামনের দিকে এগিয়ে যেতে একসঙ্গে চলতে হবে মালিক-শ্রমিককে।
তবে বাংলাদেশে এখনো শ্রমিকরা অবহেলিত বলে জানান বিভিন্ন শ্রমজীবী সংগঠনের সদস্যরা।
মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে র্যালির আয়োজন করে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়। র্যালির শুরুতেই বেলুন সাদা পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
র্যালিটি শুরু হয়ে খামারবাড়ি ও বিজয় সরনী হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পর্যায়ক্রমে সেখানে আসতে থাকে বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠনের সদস্যরা।
এসময় তারা বলেন, বাংলাদেশে মহান মে দিবসের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়নি। অবহেলায় রয়ে গেছে শ্রমজীবী মানুষ। অন্যদিকে শ্রম আইন নিয়েও আছে নানান অভিযোগ।
এর আগে মানিক মিয়া এভিনিউয়ে শ্রম উপদেষ্টা সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। শ্রমিকদের নূন্যতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষাসহ শ্রমিকদের স্বার্থে রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার।
মালিক মজুর এক না হওয়া পর্যন্ত দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া যাবে না বলেও জানান উপদেষ্টা।