সাতক্ষীরার শ্যামনগরের কৈখালি ইউনিয়নের এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের গোপালপুর পার্কের পাশে শ্যালিকার বাড়ির আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আবুল বাশারের শ্যালিকা জোনাকি বেগম জাগো নিউজকে বলেন, গতকাল আবুল বাশার তাদের বাসায় বেড়াতে আসেন। বেশ কিছুদিন যাবত তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। দুপুরে আমাদের বাড়ি সংলগ্ন একটি আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে স্কুলের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে জটিলতা তৈরি হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।
তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জাগো নিউজকে জানান, এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, তার (আবুল বাশার) স্কুলে আয়া পদে নিয়োগের জন্য বেশ কিছুদিন যাবত ঝামেলা চলছিল। বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত মানসিক চাপে ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।