অ্যাডিলেডে সুপার টুয়েলভে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। বিশ্বকাপের সেমি ফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে রোহিত শর্মার দল। বিরাট কোহলি ও লোকেশ রাহুলের অর্ধশতকে টাইগারদের ১৮৫ রানের লক্ষ্য দেয় টিম ইন্ডিয়া। এ লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন দাসের ব্যাটে উড়ন্ত সূচনা পায় সাকিব আল হাসানের দল। তবে বৃষ্টির বাগড়ায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। ১৬ ওভারে ১৫১ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। শেষ দিকে ভারতীয় বোলারদের নৈপুণ্যে ৫ রানে জয় পেয়েছে বিরাট কোহলিরা।
দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতে হোঁচট খেলেও রাহুল ও কোহলির ব্যাটিং দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। মিডেল অর্ডারে সূর্যকুমারের ঝড়ো ব্যাটিংয়ে ভালো সংগ্রহ পায় ভারত। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৪ রান তুলে রোহিতের দল। ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান আসে কোহলির ব্যাট থেকে।
১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। লিটন দাসের ঝড়ো ব্যাটে দ্রুত রান তুলতে থাকে টাইগাররা। তবে ম্যাচের ৭ ওভারে বাঁধা আসে বৃষ্টির। ৩৫ মিনিট বন্ধ থাকে ম্যাচ। পুনরায় মাঠে নামার আগে বাংলাদেশের সামনে ১৬ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৫১ রান।
সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই লিটনের উইকেট হারায় টাইগাররা। এরপর মিডেল অর্ডারের ব্যার্থতায় ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষভাগে এসে তাসকিন ও সোহান আশা জাগালেও ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিবের দল।
ভারতের হয়ে দুইটি করে উইকেট নেন হার্দিক পান্ডে ও আর্শদীপ শিং। ৪৪ বলে ৬৪ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান বিরাট কোহলি।