দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। একইসঙ্গে অংশ নেয়নি তাদের জোটভুক্ত আরও বেশ কয়েকটি দল।
অন্যদিকে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অনেক দলই এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। যদিও শেষ মুহূর্তে জাতীয় পার্টির অনেক প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন।
সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এরপরই রয়েছে জাতীয় পার্টি, তাদের প্রার্থী রয়েছে ২৬৫ জন।
আর তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছে ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপির।
এবার দেখে নেওয়া যাক ২৮টি রাজনৈতিক দলের মধ্যে কোন দলের কতজন প্রার্থী—
আওয়ামী লীগ (নৌকা): ২৬৬ জন
জাতীয় পার্টি (লাঙ্গল): ২৬৫ জন
জাকের পার্টি (গোলাপ ফুল): ২১ জন
তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) : ১৩৫ জন
ন্যাশনাল পিপলস পার্টি (আম): ১২২ জন
বাংলাদেশ কংগ্রেস (ডাব): ৯৬জন
জাসদ (মশাল): ৬৬ জন
বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা): ৭৯ জন
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি): ৬৩ জন
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন): ৪৫ জন
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম (নোঙ্গর): ৫৬জন
বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা): ৩৮ জন
ইসলামী ঐক্যজোট (মিনার): ৪২ জন
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার): ৩৯ জন
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি): ৩৭ জন
কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা): ৩০ জন
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি): ২৬ জন
গণফ্রন্ট (মাছ): ২১ জন
জাতীয় পার্টি-জেপি (বাই সাইকেল): ১৩ জন
বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি): ১৬ জন
বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ): ১১ জন
বিকল্প ধারা বাংলাদেশ (কুলা): ১০ জন
বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল): ৫ জন
গণতন্ত্রী পার্টি কবুতর): ১০ জন
গণফোরাম (উদীয়মান সূর্য): ৯ জন
বাংলাদেশ সাম্যবাদী দল (চাকা): ৪ জন
বাংলাদেশ ন্যশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (কুঁড়েঘর): ৫ জন
বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাত পাঞ্জা): ৪ জন
স্বতন্ত্র ৪৩৬ জন।
তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। বাছাই ১-৪ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোট ৭ জানুয়ারি।
৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযন্ত একটানা ভোট চলবে।