দেশে মহামারী করোনা প্রতিরোধে ব্যবহৃত মাস্ক, সুরক্ষা সামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজারসহ ৪৬ ধরণের পণ্য আমদানিতে সব ধরণের শুল্ক অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (১৯ মে) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে রাজস্ব বোর্ড। যা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে আইসোপ্রোপাইল অ্যালকোহল প্রয়োজন হয়। এই আইসোপ্রোপাইল অ্যালকোহল আমদানি করলে দিতে হবে না কোনো শুল্ক। এছাড়া করোনা পরীক্ষার পিসিআর ও অ্যান্টিজেন কিট আমদানিতে থাকছে না শুল্ক।
৪৬ পণ্যের মধ্যে আরও আছে, তিন স্তরের সার্জিক্যাল মাস্ক, সুরক্ষা পোশাক (পিপিই), প্লাস্টিক ফেস শিল্ডস, সার্জিক্যাল পোশাক, বিশেষ ওভেন স্যুট, মেডিকেল প্রটেকটিভ গিয়ার, সুরক্ষা চশমা, ডিসইনফেকটেন্টস।
তবে কিছু শর্ত রয়েছে শুল্কমুক্ত আমদানির ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে কী পরিমাণ পণ্য আমদানি করা হবে তা ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক অনুমোদিত হতে হবে। গার্মেন্টস পণ্য আমদানিতে লাগবে বিজেএমইএ ও বিটিএমএ’র প্রত্যয়ন, আমদানি করা পণ্যগুলো মানসম্মত কি না, তা ঔষধ প্রশাসন অধিদফতর নিশ্চিত হতে হবে এবং নিয়মিত তদারক করবে।