ঢাকার ধামরাইয়ে একটি বাড়িতে ঢুকে তিন মাসের শিশু সন্তানকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রমিজুর রহমান চৌধুরী। এর আগে সন্ধ্যায় সূতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামের মাসুদ রানার বাড়িতে এ ঘটনা ঘটে।
সূতিপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য একে এম শফিজামান উজ-স্বপন ঢাকা পোস্টকে বলেন, ঘটনা শুনে আমি মাসুদ রানার বাড়িতে যাই। সন্ধ্যায় ওই বাসায় কোনো পুরুষ ছিল না। মাসুদ রানার স্ত্রী বিথী বেগমের বক্তব্য অনুয়ায়ী, সন্ধ্যায় তার আধাপাকা বাড়ির দরজায় শব্দ করে ডাকাতরা। মাসুদের স্ত্রী পাশের কোনো ছোট বাচ্চা কিংবা পরিচিত কেউ রুমে প্রবেশের জন্য শব্দ করেছে ভেবে দরজা খুলে দেয়। এসময় মুখোশধারী দুই ব্যক্তি মাসুদের স্ত্রীর মুখ চেপে ধরে কোলে থাকা তিন মাসের বাচ্চা রাফসান ইসলামকে কেড়ে নেয়। পরে বাচ্চাকে মেরে ফেলার হুমকি দিয়ে ঘর থেকে নগদ ৭৭ হাজার টাকা ও তিন ভরি স্বর্নালংকার লুট করে পালিয়ে যায়।
বাইরে আর কেউ ছিল কি না তা নিশ্চিত করতে পারেননি বিথী। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর চিৎকার করলে এলাকাবাসী তদের বাড়িতে যায়। খবর পেয়ে চেয়ারম্যানকে বিষয়টি জানাই, বলেন শফিজামান।
এ বিষয়ে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের চেয়েয়ারম্যান মো. রমিজুর রহমান চৌধুরী বলেন, আমি ঘটনা শুনে ওই ওয়ার্ডের মেম্বারকে পাঠিয়েছিলাম। তিনি ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি নিশ্চিত করে আমাকে জানিয়েছেন।
এব্যাপারে ধামরাই থানার পরিদর্শক (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ঘটনাটির বিষয়ে আরও একজন ফোন দিয়ে বলেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।