চাকরি হারালেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। সামাজিক মাধ্যমে খবরটি জ্যোতি নিজেই দিয়েছেন।
সামাজিক মাধ্যমে চাকরি থেকে অব্যাহতির প্রজ্ঞাপন প্রকাশ করেছেন জ্যোতি। ক্যাপশনে লিখেছেন, আজ এক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।
এরপর জ্যোতি লেখেন, আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই। লেখক,গবেষক,প্রকাশকদের অনুরুধ থাকলো আপনারা সরাসরি বিভাগে যোগাযোগ করবেন।
সবশেষে এ অভিনেত্রী লিখেছেন, দেড় বছরের এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতায় আমাকে ঋদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
এদিকে ওই প্রজ্ঞাপনে দেখা গেছে জ্যোতি আরও কয়েকজন চাকরি হারিয়েছেন। এরমধ্যে রয়েছেন কাজী আফতাব উদ্দিন হাবলু। তিনি সংগীত বিভাগের পরিচালক ছিলেন। ২০২০ সালে নিয়োগ পেয়েছিলেন কাজী হাবলু। অন্যদিকে২০২৩ সালের ১৩ মার্চ শিল্পকলা একাডেমিতে পরিচালক হিসেবে নিয়োগ পান জ্যোতি। দুই বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে।