দেশের নতুন প্রজন্ম শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের ‘যুদ্ধকালীন বীরত্বগাঁথা’ শুনানোর অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় তেঁতুলিয়ায় জেলা পরিষদ অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক (যুগ্ন সচিব) মো. শাহ আলম সরকার।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ‘যুদ্ধকালীন বীরত্বগাঁথা’ নিয়ে আলোচনা করেন বীরপ্রতীক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মাহবুবুর রহমান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মো. আইয়ুব আলী, ডেপুটি কমান্ডার বশির আলম।
এছাড়া বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) ড. মো. নুরুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, জেলা শিক্ষা অফিসার শাহিন আকতার, উপজেলা শিক্ষা অফিসার মো. শওকত আলী, তেঁতুলিয়া মডেল থানার (ওসি, তদন্ত) আরমান আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রনচন্ডি উচ্চ বিদ্যালয় ও কালান্দি গছ ফাজিল মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।