শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আশাপ্রকাশ করে বলেন, শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক প্রক্রিয়ায় চলে আসবে। বুধবার (২ মার্চ) ঢাকা কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ‘রাজনীতির কবি’বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশাকরি শিগগিরই মাধ্যমিকের ক্লাস শুরু হবে। আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ঢাকা কলেজে উপস্থিত হলেও আমি কথা বলেছি সমস্ত শিক্ষার্থীদের জন্য। করোনার এই দীর্ঘ সময়ে এক ধরণের ট্রমার মধ্যদিয়ে গিয়েছে শিক্ষার্থীরা। আমরা আশাকরি এ ক্লাস শুরু হওয়ার মধ্যে দিয়ে তারা নিজেদের গুছিয়ে নিবে। পূর্বের ঘাটতি পূরণ করতে পড়াশোনায় আরো মনোযোগী হবেন।
দীপু মনি বলেন, আমাদের যিনি জন্মদেন তিনিই শুধু আমাদের মা নন, ভাষা আমাদের মা, দেশ আমাদের মা। এই ‘তিন’ মাকে যখন আপনি ভালোবাসতে পারবেন তখনই একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন। বিশ্বের বুকে একজন ভলো মানুষ হয়ে উঠতে পারবেন।
এরপর মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’বই বিতরণ করেন। এসময় তিনি বলেন, আপনাদের হাতে দেওয়া ‘অসমাপ্ত আত্মজীবনী’পড়বেন। বঙ্গবন্ধুকে জানা মানে দেশ কে জানা।