ফুলসজ্জার রাত প্রত্যেক নর-নারীর কাছেই কাঙ্ক্ষিত। কেননা এ রাতেই জীবনসঙ্গীর সান্নিধ্য মেলে, বিনময় হয় সারা জীবনের স্বপ্ন ও ভালোবাসার। কিন্তু জীবনের সবচেয়ে স্মরণীয় এই রাতে কোনো বর যদি স্ত্রীকে রেখে অন্য নারীর কাছে ছুটে যায় ওই স্ত্রীর মনের অবস্থাটা কী হতে পারে!
এমনটাই ঘটেছিল শাহরুখ খানের স্ত্রী গৌরি খানের সঙ্গে। ফুলসজ্জার রাতে তাকে রেখে কিং খান ছুটে গিয়েছিলেন হেমা মালিনীর কাছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ক্যারিয়ারের শুরুর দিকেই গৌরিকে বিয়ে করেন শাহরুখ। সেসময় ‘দিল আশনা হ্যায়’ ছবিতে অভিনয় করছিলেন। এ ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন হেমা। অভিনেতা ধর্মেন্দ্রের সঙ্গে শাহরুখকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন তিনি। সেকারণেই ফুলসজ্জার রাতে শাহরুখকে ডেকেছিলেন।
হেমার সেই ডাক শুনে এক মুহূর্ত দেরি করেননি শাহরুখ। বাসর রাত তুচ্ছ করে নব পরিণীতাকে নিয়ে ছুটে গিয়েছিলেন হেমা মালিনীর কাছে। চেয়ারে বসেই ফুলসজ্জার রাত কেটেছিল গৌরির। আর শাহরুখ ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনয়ে।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল শাহরুখ-গৌরির। ১৯৯১ সালে গাঁটছড়া বাঁধেন তারা। এরইমধ্যে দীর্ঘ তিন দশক কেটে গেছে তাদের যৌথজীবনের। মাঝে ঝড় এসেছে, আগমন ঘটেছে তৃতীয় ব্যক্তির। কিন্তু সেসব সামলে একে অন্যের হাত শক্ত করে ধরে আছেন তারা।