মুম্বাই গেলে শাহরুখ খানের প্রাসাদোপম বাংলো ‘মান্নাত’-এর সামনে ছবি তোলেন না, এমন লোক খুব একটা খুঁজে পাওয়া যাবে না। এছাড়া ঈদ উৎসবের সময় তো ঢল নামে অনুরাগীদের। এবার কিং খানের সেই বাড়ির বাইরে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বলিউড বাদশাহর বাড়ির বাইরে অনটাচ ইউথ ফাউন্ডেশনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে জড়ো হন। তারা প্রতিবাদ জানাচ্ছেন অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে। একটি বিবৃতি দিয়ে বিক্ষোভকারীরা বলেন, ‘খ্যাতনামা সব অভিনেতা অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন যা যুব সমাজকে বিভ্রান্ত করছে ও সমাজকে ভুল পথে চালিত করছে।’
সেকারণেই এই সংস্থা অভিনেতার বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে। এই মুহূর্তে শাহরুখ এ২৩ গেমিং অ্যাপের মুখ। বিভিন্ন জায়গায় গেমের হয়ে প্রচার করতেও দেখা গেছে তাকে। সেকারণেই এই বিক্ষোভ প্রদর্শন। তাদের সামলাতেই অভিনেতার বাড়ির বাইরে অবস্থান নেয় ভারতীয় পুলিশ। ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় তারা।
শাহরুখের বর্তমান ব্যস্ততা ‘জওয়ান’ নিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। তার বিপরীতে দেখা আছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।