নিজের ছবির মাধ্যমে ‘জিহাদ’ করছেন শাহরুখ খান। বিস্ফোরক অভিযোগ অযোধ্যার শির মহন্ত পরমহংস দাসের। তিনিই কিছুদিন আগে ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গান বিতর্কে কিং খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন। এবার ধুমধাম করে তার পারলৌকিক কাজ করলেন এই কট্টরপন্থী হিন্দু নেতা।
গতকাল সোমবার কয়েকজন সাধুসন্তকে সঙ্গে নিয়ে জীবিত শাহরুখের ১৩ দিনের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন মহন্ত। মন্ত্র পড়তে পড়তে একটি মাটির ঘট আছাড় মেরে ভেঙে ফেলেন তিনি। তার কথায়, ‘শাহরুখ খান নিজের ছবির মাধ্যমে যে জিহাদের প্রচার করছেন তার সমাপ্তি ঘটবে এর সঙ্গে।’
তিনি অনুরোধ করেন, যেসব প্রেক্ষাগৃহে ‘পাঠান’ দেখানো হবে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হোক। বলিউড-হলিউডের সর্বক্ষণের প্রচেষ্টা থাকে, কীভাবে সনাতন ধর্ম এবং হিন্দু ধর্মের দেবদেবীদের অসম্মান করা যায়। ‘পাঠান’র গানে দীপিকার পরনের বিকিনিতে হিন্দু ধর্মাবলম্বীদের আবেগে আঘাত লেগেছে। শাহরুখও সবসময় সনাতন ধর্মকে অপমান করেন, অভিযোগ করেন মহন্ত।
প্রথমে চামড়া ছাড়িয়ে তারপর জীবন্ত পুড়িয়ে মারা হবে বলিউড বাদশাহকে, প্রকাশ্যে এই হুমকি দিয়েছিলেন পরমহংস। সেই সঙ্গে কেউ যদি অভিনেতাকে হত্যা করতে পারে তার জন্য আর্থিক পুরস্কারের কথাও ঘোষনা করেছিলেন তিনি। তিনি বলেন, “জিহাদের সিনেমা ‘পাঠান’। আজ (গতকাল) শাহরুখের পোস্টার জ্বালিয়েছি। যেদিন শাহরুখকে সামনে পাব, সেদিন ওই জিহাদিকে জীবন্ত জ্বালিয়ে দেব।”
কোনোরকম রাখঢাক না করেই আচার্য মহারাজ ঘোষণা দিয়েছিলেন, কেউ না কেউ তো ঠিকই খুঁজে পাবে শাহরুখকে। যে তাকে জীবিত জ্বালাতে পারবে তার ও তার পরিবারের আর্থিক সাহায্যের ভার তিনি নেবেন। শুধু শাহরুখ নয়, আমির খান ও সালমান খানেরও মৃত্যুদণ্ডের কথা ঘোষণা করেছিলেন পরমহংস আচার্য।