দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন প্রকৌশলীকে দায়ী করে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এ দুই প্রকৌশলী হলেন মো. মাইনুল ইসলাম ও মো. সেলিম হোসেন খান। বৃহস্পতিবার (২ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য নিশ্চিত করে।
২০২২ সালের ১০ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান হ্যাঙ্গার কমপ্লেক্সে বোয়িং ৭৭৭-৩০০ ইআর (এস ২ এএইচএন) উড়োজাহাজটি হ্যাঙ্গারে প্রবেশ করানোর সময়ে নোস র্যাডম হ্যাঙ্গারে পূর্ব থেকেই থাকা বোয়িং ৭৩৭-৮০০ (এস ২- এএফএল) এর পেছনের বাম পাশের হরিজেন্টাল স্ট্যাবিলাইজারের আউট বাউন্ড ট্রিপে আঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে বোয়িং ৭৭৭-৩০০ ইআর (এস ২ এএইচএন) উড়োজাহাজের নোস র্যাডমের ভেতরের ফরোয়ার্ড প্রেসার বাল্কহেড এবং ৭৩৭-৮০০ (এস ২- এএফএল) উড়োজাহাজের হরিজেন্টাল স্টাবিলাইজারের আউট বাউন্ড ট্রিপ ক্ষতিগ্রস্ত হয়।
এ দুর্ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম ও বিভাগীয় কার্যক্রম শেষে তদন্তে দুই জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়। সে অনুযায়ী প্রকৌশল কর্মকর্তা মাইনুল ইসলাম ও সেলিম হোসেন খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের বাংলাদেশ বিমানের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।