রাজধানীর উত্তরায় গার্ডারচাপায় প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিলে আপত্তি থাকবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট—বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহতের ঘটনার তিনদিন পর চীনা রাষ্ট্রদূতের এ বক্তব্য এল।
সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করে একথা জানিয়েছেন রাষ্ট্রদূত লি জিমিং।
বিআরটি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশন (সিজিজিসি)। উত্তরার দুর্ঘটনায় এই ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা দায় রয়েছে বলে অভিযোগ উঠেছে।
বলা হচ্ছে, ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিরাপত্তার বিষয়টি বারবার লঙ্ঘন করছে। এ বিষয়টি ঢাকার চীনা দূতাবাসকে অবহিত করা হবে বলে মঙ্গলবার জানিয়েছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার। তিনি উত্তরার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান।
সেদিন সচিবালয়ে এক ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব নীলিমা বলেছিলেন, টিকাদারি প্রতিষ্ঠান সেফটির বিষয়টি অনেকবার লঙ্ঘন করেছে। বিষয়টি সংশ্লিষ্ট দূতাবাসকে জানানো হবে। বাংলাদেশের নাগরিকদের মূল্যবান জীবন চলে গেছে, এক্ষেত্রে কোনোরকম কম্প্রোমাইজ করা হবে না।
এদিকে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ক্রেন চালক, তার সহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানিয়েছেন, দুর্ঘটনার দিন ক্রেনটির চালক আল আমিন তার আসনে ছিলেন না। রাকিব হোসেন নামে তার এক সহযোগী ক্রেনটি চালাচ্ছিলেন, যদিও ক্রেন চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না তার।