বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জেলার রাজার মাঠ হতে ১২টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে সম্প্রীতির মিছিল ও জনসচেতনতা মূলক পথনাটক অনুষ্ঠিত হয়।
এর আগে জেলার বিভিন্ন জায়গা হতে নিজেদের ঐতিহ্যগত পোষাক পরে বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ মিছিল সহকারে জড়ো হতে থাকেন রাজার মাঠ প্রাঙ্গণে। পরে রাজার মাঠ থেকে বর্ণাঢ্য সম্প্রীতির মিছিল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সন্ত্রাস বিরোধী জনসচেতনতামূলক এক পথনাটক অনুষ্ঠিত হয়।
মূলত দীর্ঘদিন ধরে বান্দরবানে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অপতৎপরতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের পাহাড়ি বাঙালিসহ সকল সম্প্রদায়ের জনসাধারণ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ম্রো স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি তনয়া ম্রো, বান্দরবান হোটেল মোটেল রিসোর্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, শিক্ষাবিদ ক্যশৈপ্রু খোকা, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উনিহ্লা মারমা, বম সোশ্যাল কাউন্সিলরের সভাপতি লাল মুন থাং বমসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায়ের নেতারা।