নিশোর প্রথম সিনেমা মুক্তির সময় প্রতিদ্বন্দ্বী হিসেবে পান মেগাস্টার শাকিব খানকে। সঙ্গে ভক্তরাও বিভক্ত হয়ে যায় দুই নায়কের ঘরে। আর প্রেক্ষাগৃহে তো লড়াই চলতেই থাকে।
সে সময় নিশোর একটি কথার তীর ছুটে যায় সোজা শাকিবের দিকে। এক সংবাদমাধ্যমে নিশো বলেছিলেন, ‘আমি সো কলড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না।’ আর এ কথাই উস্কে দেয় শাকিবের সঙ্গে নিশোর দ্বন্দ্ব।
সে ঘটনার দুই বছর পর আবারও সিনেমা নিয়ে হাজির হয়েছেন নিশো। এবারও প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন শাকিব খানকে। তবে এবার নেই কোনো দ্বন্দ্ব, তর্ক-বিতর্ক। শুধু তাই নয়, শাকিবের ছবির সেন্সর জটিলটা নিয়ে মেগাস্টারের পক্ষেও কথা বলতে দেখা গেছে নিশোকে।
কিন্তু ভক্তদের মাঝে শাকিব-নিশো দ্বন্দ নিয়ে রয়েছে এখনও ধোঁয়াশা। সে সবই এবার পরিস্কার হলো। সদ্য আলফা আই-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিশো জানান, সে সময় যেটা হয়েছে, তা নিছকই, অনাকাঙ্খিত ও ভুল-বোঝাবুঝি ছিল।
নিশোর কথায়, ‘সে সময় যেটা হয়েছে সেটা খুব অনাকাঙ্ক্ষিত। খুব স্পষ্ট ও দায়িত্ব নিয়ে বলতে চাই, এটা ছিল ভুল-বোঝাবুঝি। আমার কখনোই একজন মানুষকে কেন্দ্র করে কোনো কটূক্তি বা মন্তব্য করার ইনটেনশন ছিল না।’
‘কাউকে অসম্মান করে কারও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা কখনোই আমার নেই। এবং এটা আমি দেখাইওনি। আর যাকে নিয়ে কথা হচ্ছে তিনি আমার অগ্রজ। ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র। তাকে আমি যথেষ্ট সম্মান করি। আমার তরফ থেকে তিনি সব সময় সম্মানের তুঙ্গেই থাকবেন। তারপরেও যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে বলব, এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না।’