শরীয়তপুরের প্রায় ৩০ গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা প্রায় ১০০ বছর ধরে একদিন আগেই তারাবির নামাজ পড়ে পবিত্র রোজা পালন শুরু করেন। এবছরও এসব গ্রামের কয়েক হাজার মানুষ একদিন আগেই পবিত্র রোজা পালন করছেন বলে জানিয়েছে সুরেশ্বর পাক দরবার শরীফ।
জানা যায়, সারা দেশে সুরেশ্বর পাক দরবার শরীফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র তারাবি, রোজা ও ঈদ উদযাপন করে। এরমধ্যে শরীয়তপুরের সুরেশ্বর, কেদারপুর, চাকধ্, চন্ডিপুরসহ ৩০ গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন করেন। পবিত্র রোজা রাখার উদ্দেশ্যে মুসল্লিরা রোববার রাতে তারাবির নামাজ পড়ে ভোর রাতে সেহরী খান। সোমবার (১১ মার্চ) থেকে তারা রোজা পালন করে আবার একদিন আগেই পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবেন।
সুরেশ্বর দরবার শরীফের ভক্ত রফিক মিয়া বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা রাখবো বলে সুরেশ্বর দরবারে এসেছেন তারাবির নামাজ আদায় করতে।
তিনি ঢাকা ঢাকা মেইলকে আরও বলেন, আমার বাবাও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখতেন। আমরা বংশ পরম্পরায় এভাবেই ধর্ম পালন করি। ইনশাআল্লাহ আমি সোমবার থেকে রোজা রাখব।