মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে তাদের বরণ করে নেওয়া হয়। বাফুফে ভবনে সভাপতি তাবিথ আউয়াল ও সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী বরণ করে দেন যুবাদের। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রশংসায় ভাসান সাফে দারুণ খেলা আগামীর এই তারকাদের।
এবারের সাফে বাংলাদেশ দারুণ খেলে ফাইনালে উঠেছিল। তবে, টাইব্রেকারে ভারতের কাছে হেরে স্বপ্ন ভাঙে যুবাদের। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে এই নিয়ে চতুর্থবার ফাইনাল খেলে বাংলাদেশ। প্রতিবারই অবশ্য তরী ডুবেছে তীরে এসে।
ফাইনালে হারলেও পুরো আসরে নিজেদের প্রতিভার ঝলক দেখায় বাংলার যুবারা। বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী তরুণদের আগামীর ভবিষ্যৎ হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে, এরাই যখন জাতীয় দলে আসবে, তখন আরও পরিণত হবে।