লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলগামী নরওয়ের পতাকাবাহী একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইসরায়েলগামী যেকোন জাহাজকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে বলে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করার পর ট্যাংকারে এই হামলা হলো।
ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন হামলার দায় স্বীকার করেনি। তবে বার্তা সংস্থা এপি বলছে, হুতি সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, শিগগিরই গুরুত্বপূর্ণ একটি ঘোষণা আসছে। খবর পার্স টুডের
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে নরওয়ের মালিকানাধীন মোটর ট্রান্সপোর্ট স্ট্রিন্ডা নামের এই জাহাজটিতে হামলার পর আগুন ধরে গেলে তাতে বেশকিছু ক্ষতি হয়েছে তবে কেউ হতাহত হয়নি। সোমবার মধ্যরাতের দিকে জাহাজটিতে হামলা হয় বলে সেন্টকম দাবি করছে।
স্ট্রিন্ডা হচ্ছে তেল ও কেমিক্যাল বহনকারী একটি ট্যাঙ্কার। এটি মালয়েশিয়া থেকে সুয়েজ খালের দিকে যাচ্ছিল।