লেবাননে যুদ্ধ হলে কোনো নিয়মনীতি মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংস্থাটির মহাসচিব হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার দেশের মাটিতে হামাস নেতা সালেহ আল-আরৌরিকে যারা হত্যা করেছে তারা শাস্তি পাবে।
লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার রাতে এক ড্রোন হামলায় নিহত হন সালেহ আরৌরি। এরপর বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এসব কথা বলেন নাসরুল্লাহ। খবর আল জাজিরার
হিজবুল্লাহ নেতা বলেন, সালেহ আল-আরৌরির হত্যাকারীদের শাস্তি দেওয়া হবে। এই বিপজ্জনক অপরাধের হোতারা বিনা জবাবে ও বিনা শাস্তিতে পার পাবে না।
বৈরুতের দক্ষিণে দাহিয়ে এলাকাটি হিজবুল্লাহর নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত এবং সালেহ আল-আরৌরি হিজবুল্লাহর নিরাপত্তা বলয়ে থাকা অবস্থায় ইসরায়েলি হামলার শিকার হন। হিজবুল্লাহ নেতা এ সম্পর্কে বলেন, ২০০৬ সালের যুদ্ধের পর ইসরায়েল এর আগে আর কখনও ওই এলাকায় হামলা করার সাহস দেখায়নি।
ইসরায়েল গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হাত্যাকাণ্ড চালাচ্ছে। এরপর থেকে ইসরাইল-লেবানন সীমান্তে গোলাগুলি বিনিময় হলেও এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাতে যাওয়া থেকে বিরত রয়েছে হিজবুল্লাহ।
নাসরুল্লাহ তার ভাষণে বলেন, হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও তারা এ সংক্রান্ত তথ্য গোপন করছে। গাজা আগ্রাসন থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো কিছুই অর্জন করতে পারবে না।