ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে পুনেতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল টিম হোটেলে বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের দেখে ক্ষেপে যান টাইগার ওপেনার লিটন কুমার দাস। সিকিউরিটিদের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের হোটেল থেকে বেরও করে দেন তিনি। এরপর তুমুল সমালোচনা শুরু হলে সাংবাদিকদের কাছে ক্ষমা চান লিটন।
এদিকে এই ঘটনায় লিটন দাসের পর এবার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বিষটি নিশ্চিত করেছেন।
রোববার (১৫ অক্টোবর) পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে বাংলাদেশের কোনো অনুশীলন ছিলো না। তাই বাংলাদেশ থেকে যাওয়া সংবাদকর্মীদেরও স্টেডিয়ামে যাওয়ার কোনো সুযোগ ছিলো না। তবে গতকাল সকাল গড়াতেই খবর আসে পুনের বাংলাদেশ টিম হোটেলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আর সেই কারণেই দেশের সংবাদকর্মীদের টিম হোটেলে ছুটে যায়।
তবে দুপুর ১টায় কথা বলার সময়টা নির্ধারণ করা থাকলেও ৪টা পর্যন্ত অপেক্ষা করেও প্রধান নির্বাচকের কোনো হদিস পাওয়া যায়নি। এমনটায় জানায় দেশের গণমাধ্যম কর্মীরা। তবে এক পর্যায়ে জানা যায় তিনি কথা বলবেন না- আছেন হোটেলের বাইরে! ঠিক সেই সময়ই ঘটে লিটনের অনাহূত ঘটনা।