শিরোপা খরার অবসান ঘটালেন বায়ার্নের ইংলিশ তারকা হ্যারি কেইন। গতকাল রাতে বায়ার্ন মিউনিখের হয়ে প্রথম শিরোপা জিতলেন কেইন। ফ্রেইবুর্কের বিপক্ষে লেভারকুজেন ড্র করার কারণে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন।
শনিবার (৩ মে) শিরোপা নিশ্চিত করতে পারতো বায়ার্ন। লাইপজিগের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে অপেক্ষা বাড়ায় বাভারিয়ানরা। তবে রোববার (৪ মে) ফ্রেইবুর্কের বিপক্ষে লেভারকুসেন ২-২ গোলে ড্র করলে দুই ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগার শিরোপা আবারও পুনরুদ্ধার করল বায়ার্ন মিউনিখ।
এদিন ফ্রেইবুর্কের মাঠে দুই গোলে পিছিয়ে পড়ে লেভারকুসেন। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর দল। আর তাতেই বায়ার্নের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়। ৩২ ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট বায়ার্নের আর সমান ম্যাচ খেলে লেভারকুসেনের পয়েন্ট ৬৮। সেই সাথে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডও সমৃদ্ধ হলো বায়ার্নের। ৩৪টি শিরোপা ঘরে তুলে নিয়েছে জার্মান জায়ান্টরা। পাঁচবার করে দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড এবং মুনচেনগ্ল্যাডবেক।
এদিকে পেশাদার ক্যারিয়ারে শিরোপা জয়ের স্বাদ পেলেন হ্যারি কেইন। ইংল্যান্ডের হয়ে গত দুটি ইউরোর ফাইনালে হারেন তিনি। এছাড়া টটেনহ্যামে ফাইনাল হারেন তিনটি। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে হয় দ্বিতীয়। বায়ার্নে গত মৌসুমে যোগ দিয়েও শিরোপাহীন মৌসুম কাটাতে হয় কেইনের। এবার শিরোপা জয়ের সেই আক্ষেপ ঘুচল এই ইংলিশ তারকার।
সাইফউদ্দিনকে নিয়ে নির্বাচকরা যে ব্যাখ্যা দিলেন
উল্লেখ্য, চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ২৯ ম্যাচে ২৪ গোল করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখ তাদের ৩৪তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করল। সর্বশেষ ১৩ মৌসুমে এই শিরোপা তাদের ১২তম শিরোপা। টানা ১১ বার চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে লেভারকুসেনের কাছে তাদের শিরোপা হাত ছাড়া হয়। বাভারিয়ানরা এক মৌসুম পরেই সেই লিগ শিরোপা পুনরুদ্ধার করে নিলো।