‘১০০০ টাকার লাল নোট বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক’, এমন তথ্য প্রচার করেছে বেসরকারি একটি টেলিভিশন। বিষয়টি সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘মিথ্যা’ বলে দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার বিকেলে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘মিথ্যা তথ্য’। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, একটি বেসরকারি টেলিভিশন স্ক্রল দিয়েছে, তারা বলছে ১০০০ টাকার লাল নোট বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারা এ ভুয়া তথ্য কোথায় পেয়েছে আমরা জানি না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এ ধরনের গুজব মানুষের মধ্যে ভয়, বিভ্রান্তি সৃষ্টি করে।
পরে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র) জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিভ্রান্ত না হতে জনসাধারণকে অনুরোধ করেন।