লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম আক্কেল আলী গাছ বেয়ে বৈদ্যুতিক খুটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ঘন্টা দু’য়েক চেষ্টা করে তাকে উদ্ধার করে। নির্বাচনে পরাজিত হয়ে আর্থিক অনটনে ২য় বার এমনটা করেছেন বলে জানা যায়।
বুধবার (১৬ মার্চ) দুপুরে দইখাওয়া বাজারের গোতামারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম আকেল ঐ ইউনিয়নের আমঝোল এলাকার রমজান আলীর ছেলে। শফিকুল ইসলাম আক্কেল আলী এক ছেলে এক মেয়ের জনক।
স্থানীয়রা জানান, আক্কেল আলী অভাবগ্রস্থ ও ইউপি নির্বাচনের পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এবার নিয়ে তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করলেন।
শফিকুল ইসলাম আক্কেল আলী বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোতামারী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। পরে পরিবারের অভাব অনটনের পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
বুধবার সকাল ১১টার দিকে আত্মহত্যা করতে ইউনিয়ন পরিষদের সামনের একটি গাছে ওঠেন। পরে ঐ গাছ থেকে বিদ্যুতের খুঁটিতে চলে যান। ঐ সময় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।
তার পিতা রমজান আলী(৭০) জানান, আমার ৮ ছেলে ১ মেয়ের মধ্যে শফিকুল ইসলাম আক্কেল আলী। পরিবার থেকে সে ১৫ বছর ধরে বিচ্ছিন্ন। আমরা তার খোঁজ খবর রাখি না। সে মাদকাসক্ত। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের নাম ডুবিয়েছে। সে থেকে আমার পরিবার তার কোনো খোঁজ খবর রাখিনা।
এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, শফিকুল ইসলাম আক্কেল আলী এর আগেও গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করে পরে আমরা খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করি। আজও তাকে গাছ থেকে নিরাপদে নামিয়ে উদ্ধার করেছি।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, তবে কি কারণে সে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তা জানা যায়নি।