আর মাত্র ১৮ দিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির জমজমাট এই আয়োজন এবার অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে। ইতোমধ্যেই বিশ্বকাপের জন্যে স্কোয়াড ঘোষণা করে প্রায় সব দলগুলো। এরই মধ্যে আসন্ন বিশ্বকাপের উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট মহলে। এখনই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা চার সেমিফাইনালিস্ট দলের নাম প্রকাশ করেছেন। যেখানে রয়েছে আফগানিস্তান।
আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে পাকিস্তান ছাড়া দল ঘোষণা করেছে বাকি ১৯ দল। ছোট সংস্করণের বিশ্বকাপকে নিয়ে সেরা একাদশ সাজানো থেকে শুরু করে নানার বিষয়ে ভবিষ্যদ্বাণী করছেন সাবেক ক্রিকেটাররা। সেখানে যুক্ত হলেন লারাও।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে লারা বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ভালো করা উচিত। দলে বেশকিছু তারকা অলরাউন্ডার রয়েছে, সবাই একত্রিত হলে দল হিসেবে ভালো করা সম্ভব। ভারত দল সাজানো নিয়ে বেশ পরীক্ষা চালিয়েছে, তাদের শেষ চারে খেলা উচিত।’
‘ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে অতীতে বেশ খেসারত দিতে হয়েছে। ২০০৭ সালে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিল, এবার এমনটা চাই না। আমি চাই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত খেলুক এবং সেরা দল জিতুক।’
লারার বাকি দুই সেমিফাইনালিস্ট হলো আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বেশ তারকা সমৃদ্ধ দল সাজিয়েও লারার নজরে আসরে পারেনি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো।
বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ২ জুন। ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের আয়েজন করছে ক্যারিবিয়ানরা। অপরদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র।