বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পুড়ে ছাই গেছে সব। শোকের চাদরে ঢেকে গেছে গোটা দেশ। সেই শোকে কাতর হয়েছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। এবার সেই তালিকায় নাম উঠল সংগীত শিল্পী তাহসান খানের। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক লাখ টাকা দিয়ে লুঙ্গি কিনেছেন তাহসান।
বিষয়টি সামাজিক মাধ্যমে জানানো হয়েছে বিদ্যানন্দের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সেখানে লেখা হয়েছে, ‘লুঙ্গির দাম এক লাখ টাকা! জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।’
এরপর লেখা হয়েছে, ‘বঙ্গবাজারের কাপড়ে বড় হইছি। আর তাদের বিপদে একটা কাপড় কিনতে পারব না? নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।’
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনে নিয়েছে বিদ্যানন্দ। তার পোড়া কাপড়্গুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ তুলে দিতে চায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে। তাদের এই উদ্যোগে সমর্থন দিতেই এক্লাখ টাকায় লুঙ্গি কিনেছেন তাহসান।