আগামী ৬ আগস্ট শুরু হবে বাছাইপর্ব। বাংলাদেশ পড়েছে ‘এইচ’ গ্রুপে। যেখানে কঠিন পরীক্ষা দিতে হবে আফঈদাদের। এই গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর।
প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ৮ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ তিমুর লেস্তে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচটি।
১০ আগস্ট শেষ ম্যাচে কঠিন অগ্নি পরীক্ষা দিতে হবে পিটার বাটলারের দলকে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শেষ করবে বাংলাদেশ। এ ম্যাচটিও শুরু হবে বিকেল ৪টায়। বাছাইয়ের সবগুলো ম্যাচই হবে লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।
গত মাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আফঈদা খন্দকারের নেতৃত্বে মিয়ানমারে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই এই সাফল্য পেয়েছিল বাংলাদেশ। এক মাস পর আফঈদার নেতৃত্বেই এশিয়ান কাপের আরেক মিশনে গেল বাংলাদেশ।