কাতারের মরুর বুকে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘুচিয়েছেন লিওনেল মেসি। সেই সঙ্গে আর্জেন্টিনার দীর্ঘ তিন যুগের শিরোপা খরার আক্ষেপ মোচন করেছেন এলএমটেন। আর এতেই ভবিষ্যতের আরও অনেক অর্জনের পথ খুলেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার অর্জন করলেন ক্রীড়াঙ্গনের সম্মানজনক পুরস্কার লরিয়াস অ্যাওয়ার্ড।
নিজের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত এ পদক জিতলেন মেসি। টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল ও পিএসজির ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে এ সম্মান অর্জন করেছেন তিনি। সেই সাথে বিশ্বকাপ জয়ী হওয়ায় সেরা দলের পদক জিতেছে আর্জেন্টিনা। ফ্রান্সের প্যারিসে ৮ মার্চ সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে স্ত্রী আন্তোনেলার সঙ্গে হাস্যোজ্জ্বল উপস্থিতি ছিলো লিওনেল মেসির।
বিশ্বসেরার খেতাব জিতে আপ্লুত মেসি প্যারিসবাসী ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটা বিশেষ এক সম্মান। বিশেষ করে এই বছর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড প্যারিসে হওয়ায়। যারা ২০২১ সালে এখানে আসার পর আমাদের সাদরে গ্রহণ করেছে।’
ব্যক্তিগত এই অর্জনের কৃতিত্ব সতীর্থদের দিয়ে তিনি বলে, ‘আমি সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। শুধু জাতীয় দলের নয়, পিএসজির সতীর্থদেরও। এর কিছুই আমি একা অর্জন করতে পারতাম না। এদের সঙ্গে সব কিছু ভাগ করে নিতে পেরে আমি কৃতজ্ঞ।’
ফুটবলারদের মধ্যে একমাত্র মেসিই এ পুরস্কার পেয়েছেন। এর আগে ২০২০ সালে পুরুষ বিভাগে লুইস হ্যামিল্টনের সাথে যুগ্মভাবে সেরা হয়েছিলেন তিনি।
বিশ্বকাপ জয়ী হয়ে গোল্ডেন বল ও ফিফা দ্যা বেস্ট পুরস্কার জয়ের পর এবার ক্রীড়াজগতের ‘অস্কার’ খ্যাত লরিয়াস এওয়ার্ডও ঘরে তুলেছেন মেসি। এখন বাকি শুধু অষ্টম বারের মত ব্যালন ডি অর জয়। আর কয়েক মাস পরই জানা যাবে অর্জনের ষোলোকলা পূরণ হয় কিনা এ মহাতারকার!