আগামী ৩০ জুলাই পর্দা উঠছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরের। টুর্নামেন্ট শুরুর আগে প্লেয়ার্স ড্রাফটের জন্য বেশকিছু ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। যে তালিকায় রয়েছে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার- সাকিব আল হাসান, লিটন দাস এবং আফিফ হোসেনের নাম।
আগামী ১৫ মে পর্যন্ত এলপিএলের ড্রাফটে নাম লেখাতে পারবেন ক্রিকেটাররা। ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন। ৩০ জুলাই থেকে মাঠে গড়াবে এলপিএলের ম্যাচগুলো। কলম্বো ও ক্যান্ডি, এই দুই ভেন্যুতে হবে এবারের আসরের ম্যাচগুলো।
এলপিএলের প্রধান নির্বাহী দোদানয়েলা চতুর্থ আসর মাঠে গড়ানোর আগে বলেন, ‘লঙ্কা প্রিমিয়ার লিগের আরেকটি আসর শুরুর বিষয়ে আমরা বেশ রোমাঞ্চিত। টুর্নামেন্টটি মাঠ গড়াতে আমাদের আর তর সইছে না। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের সমন্বয়ে আমরা বেশ সফল একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।’
লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের এই তিন ক্রিকেটার ছাড়াও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বেশ কিছু ক্রিকেটারের নাম। ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, ম্যাথু ওয়েড, নাসিম শাহ, ড্যারিল মিচেল, লুঙ্গি এনগিডি, তাব্রাইজ শামসিরা আছেন প্লেয়ার্স ড্রাফটের তালিকায়।
উল্লেখ্য, এলপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস।