করোনার সংক্রমণ ঈদের পর বেড়েছে দেশের সীমান্তবর্তী এলাকায়। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ করোনার হটস্পট হয়ে ওঠায় গত সোমবার থেকে এক সপ্তাহ বিশেষ লকডাউন দেওয়া হয়েছে। এই অবস্থায় পরিস্থিতির অবনতি হলে সাতক্ষীরা, রাজশাহী ও খুলনা এই তিন জেলায় লকডাউন দেওয়া হতে পারে।
শুক্রবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতীয় ভেরিয়েন্ট দেশজুড়ে যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ধাপে ধাপে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা, রাজশাহী এবং খুলনাতে লকডাউনের পরিকল্পনা আছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় লকডাউন চলছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণের হার ৪০ শতাংশের ওপরে হওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে।
গত তিন দিনের ল্যাবের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, রাজশাহী জেলার করোনা শনাক্তের হার গত মঙ্গলবার ছিল ২১ দশমিক ৭ শতাংশ। গত বুধবার করোনা শনাক্তের হার দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৪২ শতাংশে। আর গতকাল তা বেড়ে হয়েছে ৪৬ শতাংশের বেশি। এছাড়া সাতক্ষীরা ও খুলনার পরিস্থিতিও ভালো নয়। করোনাক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে। কিন্তু মানুষের মধ্যে সচেতনার খুবই ঘাটতি লক্ষ্য করা হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৫১১ জনে। অন্যদিকে শনাক্ত হয়েছে ১৩৫৮ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।